ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের মামলা আদালতে
দু’বছর আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া এবং অভিনেতা ধানুশ। তারপর দুই পরিবারের মধ্যে দিয়ে অনেকটাই জল গড়িয়েছে। দুই সন্তানকে নিয়ে গত দুই বছর ধরেই আলাদা থাকতে শুরু করেছিলেন ঐশ্বরিয়া। অবশেষে বিবাহবিচ্ছেদের মামলা নথিভুক্ত করলেন ধানুশ ও ঐশ্বরিয়া।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ঐশ্বরিয়া রজনীকান্ত এবং ধানুশ সম্প্রতি চেন্নাই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তারা ১৩ বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন। পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হবে।
২০২২ সালের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতি দ্বারা ধানুশ-ঐশ্বরিয়া বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। ওই বিবৃতিতে লেখা হয়েছিল, ‘১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দু’জনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্রভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’
২০০৪ সালে মহা ধুমধাম করে বিয়ে হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া এবং অভিনেতা ধানুশের। ১৮ বছর বাদে সেই বিয়েতেই যবনিকা পতন। বিয়ের পর নিজের নাম বদলে ঐশ্বর্যা হয়েছিলেন ‘ঐশ্বরিয়া আর ধানুশ’।
বিবাহবিচ্ছেদ ঘোষণার পর ঐশ্বরিয়া ‘লাল সালাম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক করেছেন। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা রজনীকান্ত।
অন্যদিকে ধানুশকে দর্শক এর আগে ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমাতে দেখেছেন। এরপর দক্ষিণী সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার বায়োপিকে অভিনয় করবেন ধানুশ।