এবার বিধবা মীনাকে বিয়ে করছেন ধানুশ?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/21/meena_dhanush.jpg)
১৮ বছরের সংসার জীবনের ইতি টানা তামিল সুপারস্টার ধানুশ ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এবারের পাত্রী মীনা। চলতি বছরের জুলাইয়ে নাকি মীনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।
দক্ষিণী সিনেমার অভিনেতা বেইলভান রঙ্গনাথন ইউটিউব চ্যানেলে সাক্ষাতকারে এমন দাবি করেছেন।
ইন্ডিয়া গ্লিটজ এক প্রতিবেদনে জানাচ্ছে, মীনা আগেও বিবাহিত ছিলেন। তার স্বামী ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।
অভিনেতা রঙ্গনাথন জানিয়েছেন, ধানুশ এবং মীনা চাইলেই বিয়ে করতে পারেন। একজন ডিভোর্সি, অপরজন বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তা ছাড়া দুজনে একা আছেন। বিয়ে করলে তো ভালোই হয়।
যদিও ধানুশের সঙ্গে বিয়ের জল্পনা শুরুর পর নীরব মীনা। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন ধানুশ।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাঁদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে।