যেসব সিনেমা হলে দেখা যাবে শাকিবের ‘রাজকুমার’
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। রাত পোহালেই ঈদ। আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। এই সিনেমাটিকে কেন্দ্র করে ভক্তদেরও আগ্রহ-উত্তেজনার কমতি নেই। এরই মধ্যে সিনেমার পোস্টার, গান, দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার ও তিনটি গান, যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই।
তাদের কথা চিন্তা করেই দেশে একযোগে ১২৭ সিনেমা হলে মুক্তি পাবে শাকিব খানের নতুন এই সিনেমা। ইতোমধ্যেই সেই হলগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় দেখা যাবে ‘রাজকুমার’।
হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে পেয়েছে সেন্সরবোর্ড ছাড়পত্র। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান বলেন, গত ৪ এপ্রিল ‘রাজকুমার’ সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলাম। সেন্সর বোর্ড থেকে সিনেমা দেখে অনেক প্রশংসা করেছেন।
আজ বুধবার (১০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সিনেমার হলগুলোর তালিকা প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন। পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে ‘রাজকুমার’। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে এগিয়ে যাবো বহুদূর। ঈদ মোবারক।’
সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু ও ডাক্তার এজাজ প্রমুখ।