নতুন প্রেমে মজেছেন মধুমিতা, প্রেমিক কে?
আঠারো বছর পেরোতে না পেরোতেই বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে ২০১৯ সালে নির্মাতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তারপর থেকে টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী তিনি। কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি তার সম্পর্কে। কিন্তু এই দুর্গাপুজায় নিজের নতুন শুরুর কথা জানালেন তিনি।
প্রেম করছেন মধুমিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। কিন্তু কে তার এই প্রেমিক? তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
সপ্তমীর মধ্যরাতে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। মধুমিতা লিখলেন, ‘নতুন শুরু’।
এ ছাড়া আরেকটি ছবিও এসেছে প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে ম্যাচিং করে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। নাম দেবমাল্য চক্রবর্তী।
এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি খুব শিগগিরই চার হাত এক হচ্ছে তাদের? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’
জানা যায়, অভিনেত্রীর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার ভাষ্য, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’