ছড়িয়ে যাচ্ছে ইমরান-পড়শী-জীবনের ‘কথা একটাই’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/11/fb6b9967-bec3-4512-8405-104b1ce0f0ef_1.jpg)
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শীর সঙ্গে গীতিকার রবিউল ইসলাম জীবনের সম্পর্ক দীর্ঘদিনের। শিল্পীদ্বয়ের ক্যারিয়ারের শুরু থেকেই তাদের জন্য নিয়মিত লিখছেন। ইমরান ও পড়শী দুজনের ক্যারিয়ারে সর্বাধিক গানের রচয়িতাও তিনি। আবার তিনজন একত্রেও গান করেছেন, পেয়েছেন সাফল্য।
অনেকদিন পর ফের একসঙ্গে হাজির ইমরান-পড়শী-জীবন। এবার তাদের ‘কথা একটাই’। মঙ্গলবার (১০ ডিসেম্বর) পড়শীর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও সমেত গানটি প্রকাশিত হয়েছে। বরাবরের মতোই গানের সুর-সংগীত করেছেন ইমরান। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন ইমরান-পড়শী।
নতুন এ গান নিয়ে গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ইমরান ও পড়শী আমার অত্যন্ত পছন্দের ও স্নেহের শিল্পী। সংগীতে তাদের পথচলা কাছ থেকেই দেখছি। আমাদের একসঙ্গে যতগুলো গান হয়েছে, প্রায় সবগুলোই শ্রোতারা ভালোবেসে নিয়েছেন। নতুন গানটিও দ্রুত সময়ে চমৎকার রেসপন্স পাচ্ছে।’
ইমরান বলেন, ‘এই গান নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গানটি ট্রেন্ডিংয়ে চলে আসে। আর একদিনে গানটি ৭ লাভ ভিউয়ার পেয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি দুর্দান্ত। আশাকরি এই শ্রোতাদের এই ভালোলাগা অব্যাহত থাকবে।’
গায়িকা পড়শী বলেন, ‘জীবন মামার কথায় আমার ও ইমরান ভাইয়ের জনম জনম গানটি সুপারহিট হয়েছিল। নতুন গানটির ক্ষেত্রেও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ।’
উল্লেখ্য, 'জনম জনম’ ছাড়াও রবিউল ইসলাম জীবনের লেখা ‘জয় হবেই হবে’, ‘বলে দাও’ ও ‘আবদার’ গানগুলোতে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন ইমরান ও পড়শী।