ঈদে ওটিটিতে ফিরছে ‘অ্যালেন স্বপন’, সঙ্গে আরও যা আসছে

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের ওটিটি প্লাটফর্মগুলোতে আসতে চলছে একাধিক কনটেন্ট। চরকি নিয়ে আসছে তাঁদের আলোচিত সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন। হইচই নিয়ে আসছে ‘জিম্মি’ শিরোনামের একটি সিরিজ, আর বঙ্গ নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। তবে দেশের আরেক সক্রিয় ওটিটি বিঞ্জ নতুন কোন ওয়েব কনটেন্ট না নিয়ে এসে, ঈদে মুক্তি দিচ্ছে একাধিক নাটক।
দুই বছর আগে (২০২৩) ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েবের মধ্যে সর্বাধিক আলোচিত সিরিজ ছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটিতে দিয়ে দেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিলেন এর দুই অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা। চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসে ৬ পর্বের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে। যা পরিচালনা করেছিলেন শিহাব শাহীন।
এবারের ঈদে চরকিতে ফিরছে সেই ‘অ্যালেন স্বপন’। এরই মধ্যে প্রায় একই শিল্পীদের নিয়ে সিরিজটির শেষ অংশের কাজ চলছে। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এনটিভি অনলাইন জেনেছে, আসছে ঈদে চরকি ‘অ্যালেন স্বপন ২’ মুক্তি প্রস্তুতি নিচ্ছে।
আসছে ঈদে হইচইয়ে আশফাক নিপুনের পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজ দিয়ে আসছেন জয়া আহসান। সিরিজে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি।
ঈদে সিরিজ না নিয়ে এসে ওয়েব ফিল্ম নিয়ে আসছে বঙ্গ। ‘হাউ সুইট’ শিরোনামের রোমান্টিক এবং কমেডি গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।
অন্যদিকে, দেশের আরেক সক্রিয় ওটিটি বিঞ্জ নতুন কোন ওয়েব কনটেন্ট না নিয়ে এসে, ঈদে মুক্তি দিচ্ছে একাধিক নাটক বলে প্রতিষ্ঠান সূত্রে জেনেছে এনটিভি অনলাইন।