ঈদে জিসান খান শুভর গান ‘চলে যায়’

এবারের ঈদে সংগীতশিল্পী জিসান খান শুভ নিয়ে আসছেন নতুন গান ‘চলে যায়’। শব্দে ছন্দের গাঁথুনী দিয়ে তাতে সুর করে কন্ঠ দিয়েছেন শুভ নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
কক্সবাজারের মনোরোম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। জিসান খান শুভর সঙ্গে মডেল হয়েছেন মুক্তি মাহফুজ।
নতুন এই গান নিয়ে জিসান খান শুভ জানালেন, ‘আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি; যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদ আয়োজনে তাদের ইউটিউব চ্যালেনে প্রকাশ পাবে শুভর ‘ চলে যায়’ গানটির ভিডিও। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।