৪ বছর প্রেমের পর মহসীনের হলেন রাবা

বিয়ে করেছেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসীন ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। শুক্রবার নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারা এই সুখবর দেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা। চার বছর ধরে প্রেম করেছেন তাঁরা।
বিয়ের ছবিতে দুজনকেই উচ্ছ্বসিত ও প্রাণবন্ত দেখা যায়। রাবা পরেছিলেন উজ্জ্বল ও ঐতিহ্যবাহী কমলা রঙের শাড়ি। আর নিধিকে পরতে দেখা যায় সোনালি এমব্রয়ডারির কাজ করা সাদা শেরওয়ানি। আকদ অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে একটি পোস্টে তারা লেখেন, ‘সবকিছু শুরু হয়েছিল এক ভালোবাসার গানের মাধ্যমে…’
২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন রাবা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’–এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা।
সময়ের সাড়া জাগানো সংগীত পরিচালকদের একজন আরাফাত মহসীন। নিধি নামেও তিনি ইন্ড্রাটিতে বেশ পরিচিত। পর পর দুই ব্লকবাস্টার হিট সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই দুই সিনেমায় আরাফাত মহসীনের করা একাধিক গানও ছিল। সেগুলোও কুড়ায় শ্রোতার ভালোবাসা।