‘মীরাক্কেল’ খ্যাত জামিল বিয়ে করেছেন অভিনেত্রী মুনকে

বিয়ের ধুম পড়েছে ঢাকার শোবিজে; সংগীতপরিচালক নিধি, অভিনেতা শামীম হাসান সরকারের পর এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মীরাক্কেল’ ফেরত অভিনেতা জামিল হোসেন। পাত্রী তরুণ অভিনেত্রী মুনমুন আহমেদ মুন।
জানা গেছে, তারা লম্বা সময় ধরেই মন দেওয়া নেওয়া করছিলেন। অবশেষে রবিবার (৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়ের ছবি প্রকাশ করে জামিল হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।
বিয়ের প্রসঙ্গে জামিল বলেন,‘বছরখানেক আগে আমাদের দুজনের পরিচয়। মুনমুনও অভিনয় করে। অভিনয়ের সূত্রে পরিচয় হলেও একটা সময় আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়। আমরা ভাবলাম, সম্পর্কটা আরও এগিয়ে নেওয়ার। এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’
নোয়াখালীর ছেলে জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে পুরোদমে অভিনয়ে পা রাখেন জামিল।
অন্যদিকে মুনমুন আহমেদ মুন টিভি নাটকে অভিনয় করে অল্প সময়েই ভালো পরিচিতি পেয়েছেন।