পাকিস্তানি গায়ককে ডেকে এনে আয়োজক লাপাত্তা, হয়নি কনসার্ট

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদের শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এমনকি প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না। এই কনসার্টে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে আজকের কোনো বুকিং ছিল না। তবে তারা যোগাযোগ করেছিল।
বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ কনসার্ট বাতিল নিয়ে ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দেয়া সেই বিবৃতিতে মুস্তাফা লিখেন, আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই দুঃসংবাদটা আপনাদের জানাতে… আয়োজকদের পক্ষ থেকে সদ্য জানানো হয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে আজ রাতের ঢাকা শো বাতিল করা হয়েছে।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করে। জেনারেল ১,৯৯৯ টাকা, মেলোডি জোন ৩,৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। শুক্রবার দুপুর থেকেই বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের গেটে জড়ো হতে শুরু করেন দর্শকরা। কিন্তু সেখানে গিয়েই অবাক হন তারা। দেখেন, গেট বন্ধ, ভেন্যুর আশপাশে নেই আয়োজনের কোনো চিহ্ন।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এর আগেও রক দ্য ক্যাপিটাল নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।