আইভিএফ কী, কোন দম্পতির জন্য প্রযোজ্য
অনেকেই বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন। নারী ও পুরুষ উভয়েই এ সমস্যা নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছেন ডাক্তারের কাছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মদান সম্পর্কে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে আইভিএফ বা টেস্টটিউব বেবি সম্পর্কে কথা বলেছেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নিবাস চন্দ্র পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
যাঁদের ইনফার্টিলিটি সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে আইভিএফ করা হয়ে থাকে। আপনার কাছে খুব সহজ ভাষায় জানতে চাই আইভিএফ কী এবং কাদের জন্য এটি প্রযোজ্য, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নিবাস চন্দ্র পাল বলেন, আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আপনারা জানেন, ফার্টিলাইজেশন মানে নিষিক্তকরণ। ভিট্রো মানে বাইরে। মানবদেহের বাইরে যে ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ করা হয়, সেটিই আইভিএফ। আমরা সংক্ষেপে এটাকে টেস্টটিউব বেবি বলি। যদিও টেস্টটিউব বেবি মানে টেস্টটিউবের মধ্যে বাচ্চা না। কিন্তু নামটা ব্যবহার করা হয়েছে অনেক টেস্টটিউব ব্যবহার করা হয় এ প্রক্রিয়ায়, এর জন্য হয়তো বা এর নাম টেস্টটিউব বেবি এসেছে।
ডা. নিবাস চন্দ্র পাল বলেন, আইভিএফ কাদের জন্য প্রযোজ্য? কিছু কিছু মহিলাদের বিষয় আছে, যেটি অ্যাবসলিউটলি ইন্ডিকেটেড ফর আইভিএফ। আর কিছু আছে ছেলেদের। এখন পুরুষের যদি শুক্রাণু না থাকে এবং আমরা পরীক্ষা করে দেখি তার অণ্ডকোষে শুক্রাণু আছে; মানে তার স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া চলমান, এ ক্ষেত্রে আমরা অণ্ডকোষ থেকে শুক্রাণু নিয়ে ইকসি পদ্ধতির মাধ্যমে আইভিএফ বা টেস্টটিউব করতে পারি। এটা অ্যাবসলিউট ইন্ডিকেশন। মানে তাকে টেস্টটিউব ছাড়া নরমাল কনসেপশনে বা অন্য কোনও টেকনিকে আর সন্তান জন্মদান সম্ভব না। এ ক্ষেত্রে আমাদের টেস্টটিউবই করতে হবে। এটা ছেলেদের একমাত্র এজুসপার্মিয়া অ্যাবসলিউট ইন্ডিকেশন।
ডা. নিবাস চন্দ্র পাল আরও বলেন, যদি কোনও মহিলার বাইলেটেরাল টিউব ব্লক থাকে, মানে দুই টিউবই বন্ধ। একটা টিউব সচল থাকলে টেস্টটিউব করার প্রয়োজন নেই, আমরা অন্য পদ্ধতিতে যেতে পারি। কিন্তু দুইটা টিউবই যদি ব্লক হয়, এ ক্ষেত্রে আমাদের টেস্টটিউবই করতে হবে। আরও আছে। যদি কোনও দম্পতি ১০-১৫ বছর অন্যান্য মেডিক্যাল ট্রিটমেন্ট নিয়েছে বা আইইউআই নিয়েছেন, কিন্তু কোনও রেজাল্ট আসেনি। এ ক্ষেত্রে তাঁদের আমরা আইভিএফের পরামর্শ দেব।
আইইউআই সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।