শীতে গলাব্যথা, টনসিলের সমস্যা, যেভাবে সাবধানে থাকবেন

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে  অনেকের গলাব্যথার সমস্যা বেড়ে যায়। বিশেষ করে শীতের সময় নাক দিয়ে ক্রমাগত পানি পড়া, নাক বন্ধ হয়ে আসা, মুখ দিয়ে শ্বাস নেওয়া বা লালা পড়ার সমস্যাও বাড়ে বহু মানুষের। কেবল শিশুদেরই নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই সমস্যা দেখা দেয়। হাঁপানি থাকলে তার টান মারাত্মকভাবে বেড়েও যায়। নিছক ঠান্ডা লেগে নয়, এই সমস্যাগুলো অ্যাডিনয়েড বা টনসিলাইটিস থেকেও হতে পারে।এই বিষয়ে কলকাতার...