এটোপিক ডার্মাটাইটিস কী, লক্ষণ কী?

Looks like you've blocked notifications!

এটোপিক ডার্মাটাইটিস এক ধরনের ত্বকের রোগ। শীতে এ রোগের প্রকোপ বাড়ে। এ রোগের বিষয়ে কথা বলেছেন ডা. আনজিরুন নাহার আসমা।

বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬২১তম পর্বে সাক্ষাৎকারটি  প্রচারিত হয়। 

প্রশ্ন : এটোপিক ডার্মাটাইটিস কী, লক্ষণ কী?

উত্তর : রোগী পরিবার থেকেই এ রোগ পায়। রোগটি বোঝার কিছু বিষয় রয়েছে। এর মধ্যে প্রথম বিষয় হলো চুলকানি। বাচ্চার দুই বছরের ভেতরে এ রোগ দেখা যাবে। দুই মাসের ভেতরেও দেখা দিতে পারে। দুই বছরের ভেতরে বোঝা যাবে শিশুটি এটোপিক। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, গাল লাল হয়ে রয়েছে, ফুলে রয়েছে, চুলকাচ্ছে। যে জায়গায় সে চুলকাতে পারছে, সেখানে র‍্যাশ। যেই জায়গায় সে চুলকাবে, সেখানে পরে র‍্যাশ দেখা দিতে পারে।

দেখা যায়, ন্যাপকিন এলাকা, অর্থাৎ যেখানে ঢাকা থাকে, সেখানে কোনো র‍্যাশ নেই। তবে যে জায়গায় সে চুলকাচ্ছে, সেখানে র‍্যাশ হচ্ছে। তার পরিবারে অ্যাজমা বা অ্যালার্জির ইতিহাস থাকতে হবে। পরিবারে খাবার থেকেও অ্যালার্জির ইতিহাস রয়েছে কি না দেখতে হবে।