এন্ডোমেট্রিওসিস হলে গর্ভধারণ কি আদৌ সম্ভব
অনেক নারীর পিরিয়ড বা মাসিক যন্ত্রণাদায়ক হয়। তরুণীদেরও এ সমস্যায় ভুগতে দেখা যায়। মাসিক যন্ত্রণাদায়ক হলে একসময় এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট হতে পারে আর চকলেট সিস্ট থেকে হতে পারে বন্ধ্যত্ব। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব এন্ডোমেট্রিওসিসজনিত কারণে বন্ধ্যত্ব হলে প্রতিকার কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিসসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা দীবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
এন্ডোমেট্রিওসিসজনিত কারণে বন্ধ্যত্ব হলে তার ট্রিটমেন্ট কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ফারজানা দীবা বলেন, এন্ডোমেট্রিওসিসজনিত কারণে বন্ধ্যত্ব হলে তার ট্রিটমেন্ট খুব কঠিন। অন্যান্য কারণে যদি বন্ধ্যত্ব হয়, তাহলে সহজে আমরা মুখে খাওয়ার ওষুধ কিংবা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করে ফেলতে পারি। কিন্তু এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আমরা কিছুদিন অল্প কিছু সময় দেখা যায় যে ট্রিটমেন্টের জন্য স্পনটেনিয়াস প্রেগন্যান্সি বা একা একা প্রেগন্যান্সির কথা বলে থাকি। তারপর সিস্ট সাইজটা যদি অনেক বড় হয়, সে ক্ষেত্রে আমরা অপারেশনে যাই। অপারেশনে যাওয়ার পরে এই রোগীগুলোকে আমরা সরাসরি বলে দিই আপনি আইওয়াই করবেন, মানে শুক্রাণুটা জরায়ুতে দেওয়া অথবা আইভিএফ, মানে টেস্টটিউব বেবির কথাও বলা হয়ে থাকে। তবে এটা ল্যাপারোস্কপির মাধ্যমে অনেক সময় সিস্টটাকে রিমুভ করা হয়।
ডা. ফারজানা দীবা বলেন, অনেক ক্ষেত্রে রোগী সিস্ট ছাড়াই আরলি স্টেজে শুধু এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে। আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারি না যে উনার এন্ডোমেট্রিওসিস আছে। ল্যাপারোস্কপি কিন্তু বন্ধ্যত্ব ট্রিটমেন্টের একটি অংশ। যখন আমরা ল্যাপারোস্কপি করি, তখন দেখা যায় যে ভেতরে এন্ডোমেট্রিওসিস স্পট বা লক্ষণ দেখা দেয়। এন্ডোমেট্রিওসিসগুলোকে তখন আমরা কিছুটা ট্রিটমেন্ট দিয়ে আসি ল্যাপারোস্কপিক্যালি। পরবর্তী সময়ে এই রোগীগুলোকে আমরা কিছু ওষুধপত্র দিই। ওষুধপত্র দিয়ে প্রথম স্টেজে মুখে খাওয়ার ওষুধে অনেক সময় কাজ করে, ইনজেকশনেও অনেক সময় কাজ করে। তবে আলটিমেটলি যদি লেট স্টেজে যায়, এর ট্রিটমেন্ট আইভিএফ বা টেস্ট টিউব বেবি।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।