করোনাভাইরাস আসলে কী?

Looks like you've blocked notifications!

বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীন থেকে আসা এ ভাইরাসটি এখন প্রায় বিশ্বের ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনে প্রায় ২০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত। করোনোভাইরাস আসলে কী?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ৩৬৯৩তম পর্বে কথা বলেছেন ডা. মাহবুবুল ইসলাম। বর্তমানে তিনি ল্যাব এইড লি. ( ডায়াগনস্টিক), কলাবাগান শাখায় রেসপেরেটরি মেডিসিন বিভাগে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : করোনাভাইরাস কী?

উত্তর : এটি একেবারে নতুন একটি ভাইরাস। গত ৫০ বছরে আরো ছয় বার এবং এবার নিয়ে সাতবার এর আউটব্রেক হয়েছে। বাংলাদেশেও হয়েছিল। আপনারা জানেন, সার্স ভাইরাস, মার্স ভাইরাস, ইবোলা ভাইরাস নিয়ে কথা হয়েছে।

করোনাভাইরাস একেবারে নতুন ভাইরাস। আগে এ রকম কোনো ভাইরাস আবিষ্কৃত হয়নি। এ জন্য নোবেল কোরোনাভাইরাস ২০১৯ নামে অবিহিত করা হয়েছে।

প্রশ্ন : কেন এই ভাইরাসকে নতুন বলছেন? নতুনত্বটা কী?

উত্তর : করোনা নামটা কোথা থেকে এলো এটি আমাদের একটু জানতে হবে। ক্রাউন থেকে করোনাভাইরাস। এই ভাইরাসটা দেখতে কুকড়ানো।

বিশ্বে যে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এক বছর বা দুই বছর আগে যে ভাইরাস ছিল, সেটি টিকে থাকার জন্য আগের মতো আর নেই, গঠনগত পরিবর্তন হয়েছে। একে বলে মিউটেশন। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য নতুন করে এই ভাইরাস আবিষ্কৃত হয়েছে।