কানে সাধারণত কী কী সমস্যা হয়
অনেকেই কানের বিভিন্ন সমস্যায় ভুগছেন। কেউ বা কানপাকা রোগে আক্রান্ত। এ রোগ হলে যন্ত্রণার অন্ত নেই। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, কানে সাধারণত কী কী সমস্যা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কানের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
কানে সাধারণত কী কী সমস্যা হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, প্রথমত যে জিনিসটা আমরা সাধারণত পাই যে একদম ছোট বাচ্চা, যারা হয়তো কোলে বড় হচ্ছে, বয়স মাত্রা কয়েক মাস, এদের মায়েরা আমাদের চেম্বারে আসে যেটা নিয়ে, সেটা হলো কান দিয়ে পানি আসে বা কান দিয়ে পুঁজ আসে। এত ছোট একটা বাচ্চা, এটা তো ব্র্যান্ড নিউ গাড়ির মতো অনেকটা, তাই না? এখানে তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ফল্টি টেকনিকে খাওয়ানোর কারণে দেখা যায় কানে প্রদাহ হয়। সেটা কীভাবে হয়। এটা মায়েদের আমরা বলে দিই। কারণ, না বলে দিলে এটা হতেই থাকবে।
ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বাচ্চারা সাধারণত কী খায়, তারা দুধ খায়। তরল যে কোনও জিনিসেরই প্রবণতা হলো যে জায়গাগুলো ডিপেনডেন্ট, সেখানে গিয়ে একুমুলেটেড করে। বাচ্চাদের যদি শুইয়ে খাওয়ানো হয়, মাথাটাকে ফ্ল্যাট করে খাওয়ানো হয়, যেটা সাধারণত দেখা যায় মায়েরা যখন খুব ক্লান্ত থাকে, রাতের বেলা বিশেষ করে। হয়তো বাচ্চা ঘুম থেকে উঠে খেতে চাচ্ছে, উনি হয়তো পাশ ফিরে তাকে বুকের দুধ খাওয়ালো অথবা ফিডার খেতে দিল। এদের যে ইউসটেসিয়ান টিউব থাকে, সেটা শর্ট ও স্ট্রেইট থাকে। ফলে গলার পেছনে যে তরল খাবারটা জমে থাকে, সেটা ইউসটেসিয়ান টিউবের ভেতরে ঢুকে যায়। ওটা তো জাস্ট একটা ভেন্টিলেশন টিউব, ওখানে থাকার কথা বাতাস। সেটা যখন ফ্লুইড দিয়ে রিপ্লেসড হয়, তখন সেখানে প্রদাহ হয়। এ বাচ্চাদের দেখা যায় তীব্র কানব্যথা, কানে পানি আসছে।
কানে সাধারণত কী কী সমস্যা হয়, সে সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।