কী কারণে শ্বাসকষ্ট হয়?

Looks like you've blocked notifications!

অনেকেই শ্বাসকষ্ট রোগে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শ্বাসকষ্টের কারণ ও এর প্রতিকার সম্পর্কে জানব।

এনটিভির স্বাস্থ্যবিষয়ক আয়োজন আসগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র অনুষ্ঠানে শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. আসিফ মুজতবা মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।

কী কী কারণে শ্বাসকষ্ট হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আসিফ মুজতবা মাহমুদ বলেন, শ্বাসকষ্টের মধ্যে সবচেয়ে বেশি যেটা কমন, সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। আমরা সিওপিডির কথা বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট। এ দুটো প্রধান কারণ। এ ছাড়া অন্যান্য কিছু কারণ রয়েছে, যেটাকে আমরা বলি লাং ডিজিজ, তার পর এখন পোস্ট কোভিড ফাইব্রোসিস। কোভিড সরাসরি শ্বাসকষ্ট করতে পারে। এ ছাড়া আগেকার যে নিউমোনিয়া ছিল, ব্রঙ্কাইটিস ছিল; এসব রোগেও শ্বাসকষ্ট হতে পারে।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. আসিফ মুজতবা মাহমুদ বলেন, হাঁপানি মূলত কম বয়সে হয়ে থাকে। শিশুদের হয়। তা ছাড়া যারা যুবক রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা হাঁপানিটা বেশি চিন্তা করে থাকি। কারণ আছে। একটা হচ্ছে বংশগত। কারও ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে অ্যাজমা রোগীর, তাহলে তাদের ক্ষেত্রে হতে পারে। যাদের অ্যালার্জির প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে হতে পারে। এ ছাড়া যারা বায়ুদূষণে বেশি আক্রান্ত হচ্ছে, তাদেরও হাঁপানি হতে পারে।

শ্বাসকষ্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় ও প্রতিকার সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।