কোমরব্যথায় অপারেশন কি খুব জরুরি
শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এখন কোমরব্যথার রোগী ক্রমান্বয়ে বাড়ছে। এর জন্য অনেকাংশে আমাদের জীবন যাপন পদ্ধতি দায়ী। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, কোমরব্যথায় অপারেশন খুব জরুরি কি না।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কোমরব্যথা ও এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বলেছেন মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মারুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
কোমরব্যথার কী কী ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, সে বিষয়ে জানব, সাথে আরেকটি বিষয় জানব, দীর্ঘদিন ধরে যাঁরা ব্যথানাশক খেয়ে যাচ্ছেন, এটি আসলে খাওয়া যায় কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ আল মারুফ বলেন, দীর্ঘদিন ধরে যারা কোমরব্যথায় ভোগে এবং লং টাইম ধরে তারা ব্যথানাশক ওষুধ সেবন করে। এটা আমাদের জন্য ডিভাস্টেটিং কন্ডিশন, এটা আমি মনে করি। কারণ হচ্ছে, এগুলোর পাশাপাশি তার ব্যাক পেইন আছেই এবং ইন-এডিশন তার একসময় কিডনি ডিজিজ হয়ে যায়। গ্রাম-গঞ্জে আমরা অনেক পেয়ে থাকি, বিশেষ করে মহিলারা স্টেরয়েড নামক একধরনের ব্যথানাশক সেবন করে থাকেন অনেক দিন ধরে, সাময়িকভাবে রিলিফ পাওয়ার জন্য।
ডা. আবদুল্লাহ আল মারুফ বলেন, ফার্মেসিতে গেলে ওরা হরহামেশা ব্যথানাশক ওষুধ দিয়ে দেয়। দিলে ব্যথা কমে যায়। রোগীর ভালো লাগে, এটা যখন খায় তখন ব্যথা অনেকটাই কমে যায়। তখন রোগী ওই ওষুধ কন্টিনিউ করে থাকে। পরবর্তীতে তার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে। তার শরীর ফুলে যায়। জেনারালাইজড একটা ইমপ্যাক্ট কিন্তু পেয়ে থাকি। একসময় ক্ষুধামন্দা দেখা দেয়। প্রতিটি সিস্টেমে তার সমস্যা হয়।
কোমরব্যথা হলে অপারেশন সব সময় জরুরি হয়ে পড়ে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ আল মারুফ বলেন, আমাদের দেশে কোমরব্যথা সবাই ভয় পায়। কোমরব্যথা হলে অপারেশনে যাব না অথবা সবগুলোর ক্ষেত্রে অপারেশন দরকার হবে কি না, এটা নিয়ে আমাদের দেশে অনেক মিথ আছে। অনেকে ভাবে কোমরব্যথার অপারেশন করলেই আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। আবার অনেকে ভাবে, কোমরব্যথার জন্য অপারেশন দরকারই হবে না। আমি যদি শতভাগ কোমরব্যথার রোগীর কথা চিন্তা করি, তাহলে ৯২-৯৫ শতাংশ রোগীর কোনও অপারেশন দরকার হয় না। তারা আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, তার ফিজিওথেরাপি, তার মেডিকেশনস, তার লাইফস্টাইল চেঞ্জ, এগুলো করলে সে অনেকটাই ভালো হয়ে যায়। আর ৫ থেকে ১০ শতাংশ কেসে অপারেশন ইন্ডিকেশনস আছে।
কোমরব্যথার ট্রিটমেন্ট সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।