কোমর ও জয়েন্টের ব্যথা থেকে কীভাবে মুক্তি পাব

Looks like you've blocked notifications!

অনেকেরই দীর্ঘদিন ধরে কোমরে বা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে থাকে। এ বিষয়ে আজ আমরা একজন ব্যথা বিশেষজ্ঞের কাছ থেকে জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ব্যথা বিশেষজ্ঞ ডা. মো. আহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নুসরাত জাহান।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. আহাদ হোসেন বলেন, ব্যথা নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যথার চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি যাচ্ছে না। খুব কমনলি যেটা পাই, কোমরের ব্যথা। যেটা অনেক বেশি। বিভিন্ন বয়সের মানুষের হতে পারে। আবার জয়েন্টের ব্যথা তো আছেই। এ সবকিছু মিলে বলব যে ব্যথার ক্ষেত্রে আমরা দেখেছি, সঠিক কারণটা চিহ্নিত হয় না। যে কারণে ব্যথা রয়ে যায় এবং সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে ব্যথার ওষুধই ঘুরেফিরে সবাই খায়। কিন্তু কারণগুলো সুপ্ত থেকে যায়।

ব্যথার কারণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।