গর্ভবতী মায়ের ইউরিন ইনফেকশন, প্রতিকার কী

Looks like you've blocked notifications!

এখন চলছে পবিত্র মাহে রমজান। এ সময় গর্ভবতী মায়েদের রোজা ও স্বাস্থ্য সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে গর্ভবতী মায়ের ইউরিন ইনফেকশন ও তার প্রতিকার সম্পর্কে জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে গর্ভবতী মায়ের ইউরিন ইনফেকশন ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পপুলার মেডিকেল কলেজ হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. কোহিনুর বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুব কমন একটি সমস্যা ইউরিন ইনফেকশন। সে ক্ষেত্রে গর্ভবতী মা এই ব্যবস্থাপনা কীভাবে রাখতে পারেন। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. কোহিনুর বেগম বলেন, প্রেগন্যান্সিতে অন্যান্য ডিজিজের চাইতে সবচেয়ে কমন, সেটি হলো ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। সেটার অনেক কারণ আছে। প্রেগন্যান্সিতে তখন কিছু হরমোন রিলিজ হয়, প্রজেস্টেরন নামে একটি হরমোন আসে, ওই হরমোনটা... যেখান দিয়ে ইউরিন তৈরি হয়, তারপর তো ইউরেটার দিয়ে ব্লাডারে আসে, তারপর ইউরেথ্রা দিয়ে আসে... এই যে ট্র্যাকটা, সেটিকে রিল্যাক্স করে দেয়। মাসুল অ্যাকটিভিটি কমিয়ে দেয়। তো সেখানে অনেকক্ষণ পর্যন্ত ইউরিন থেকে যায়। সে জন্য ইউরিন ইনফেকশনের মাত্রাটা বেশি হয়।

ডা. কোহিনুর বেগম আরও বলেন, যাদের ফাস্টিংয়ের কথা বলছি, সেখানে তো আরও সমস্যা। ওই যে বললাম ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে গেলে তাদের ইনফেকশন হয়। কী করণীয়। সে হাইড্রেশন মেইনটেইন করবে, খাওয়াদাওয়া ঠিকমতো করবে। এ ছাড়া যখনই তার মনে হবে বার্র্নিং, তখনই তার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে।

ডা. কোহিনুর বেগম যুক্ত করেন, যদি তার ইউরিন ইনফেকশন হয়েই যায়, তাহলে তার (প্রেগন্যান্সিতে) রোজা রাখা ঠিক হবে না। তাহলে কী করতে হবে, ইউরিন কালচার করে দেখতে হবে কোনও অ্যান্টিবায়োটিক দরকার কি না। যদি অ্যান্টিবায়োটিক লাগে, ইনফেকশন হয়েই যায়, অবশ্যই তার পরিপূর্ণ ট্রিটমেন্ট লাগবে।

গর্ভবতী মায়ের ইউরিন ইনফেকশন ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।