ডাস্ট বা কোল্ড অ্যালার্জি কি অ্যাজমার পূর্ব লক্ষণ
অনেকে অ্যাজমা বা হাঁপানির সমস্যায় ভুগছেন। জন্মগতভাবে অনেক শিশুর অ্যাজমা হয়। আবার বিভিন্ন বয়সে অ্যাজমার প্রকোপের কথা শোনা যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব ডাস্ট অ্যালার্জি অ্যাজমা বা হাঁপানির পূর্ব লক্ষণ কি না।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. কে এম মুর্শেদ মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
যাঁদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাঁদের হাঁপানি রয়েছে, এটি আমরা নিশ্চিত করে বলতে পারব কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. কে এম মুর্শেদ মামুন বলেন, না, সেটি একেবারে নিশ্চিত করে বলা যাবে না। ডাস্ট অ্যালার্জি যাদের রয়েছে, তাদের শুধু অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে। কিন্তু তাদের প্রবণতা বেশি। কিন্তু সে জন্য শারীরিক পরীক্ষা এবং অন্যান্য চ্যালেঞ্জ টেস্ট ও পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে তার মধ্যে অ্যাজমা আছে কি না।
কোল্ড অ্যালার্জি, এটি আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে বাসায় এসি ব্যবহার করছেন কিংবা কোনও ঠাণ্ডা জায়গায় গেলে তাঁর বিভিন্ন ধরনের অ্যালার্জিক সিম্পটম ডেভেলপ করছে। অনেকে ধরে নেন যে সেটি আসলে অ্যাজমা হওয়ার পূর্বশর্ত, বিষয়টি এমন কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. কে এম মুর্শেদ মামুন বলেন, এটি অ্যাজমা হওয়ার পূর্বশর্ত নয়, বরং অ্যাজমার একটি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর অথবা এটির কারণে অ্যাজমা বেড়ে যেতে পারে অথবা অ্যাজমার অ্যাটাক হতে পারে। যেমন কোল্ড ও শুষ্ক ঠাণ্ডা আবহাওয়া, এসির বাতাস, ডাস্ট, পশুর লোম ইত্যাদি। এ রকম বিভিন্ন কিছু। সে কারণে অ্যাজমা যাদের আছে অথবা যাদের শুধু দীর্ঘমেয়াদি অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাদের নতুন করে অ্যাজমার লক্ষণ দেখা দিতে পারে। আর যাদের আগে থেকেই অ্যাজমা আছে, এগুলোর প্রভাবে নতুন করে অ্যাজমার সিম্পটম বেড়ে যেতে পারে।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।