ডায়রিয়া হলে শিশুকে ফলের জুস নয়

Looks like you've blocked notifications!
ডায়রিয়া হলে শিশুকে ফলের জুস না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ছবি : সংগৃহীত

ডায়রিয়া হলে তরল খেতে বলা হয়। আর এ জন্য শিশুকে ফলের  জুস দেন কেউ কেউ। তবে এ সময় শিশুকে ফলের জুস না দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে কথা বলেছেন বিআরবি হাসপাতালে নবজাতক ও শিশু বিভাগের পরামর্শক ডা. নাজমুন নাহার। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৯৪তম পর্বে সাক্ষাতকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : ডায়রিয়ার সময় পানিশূন্যতা প্রতিরোধ করা না হলে কী সমস্যা হয়?

উত্তর : শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যাওয়ার কারণে অনেক জটিলতা হতে পারে। মা-বাবাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানিশূন্যতা হয়। যেটি করতে হবে, হয়তো তার শিশুটি জুস খেতে চাচ্ছে। কিন্তু এই সময় কোনো ফলের রস দেওয়া যাবে না। পানীয় একটি কিছু দিলেই হবে, এটি মনে করে ফলের জুস দেওয়া যাবে না। এটি ডায়রিয়াকে বাড়াবে। তাকে খাবার স্যালাইন দিতে হবে। আস্তে আস্তে নরম খাবার দিতে হবে। বুকের দুধ খাওয়া শিশুরা এটি নিয়মিত করবে। যারা বুকের দুধের পরের বয়স, দুই বছর পরের বাচ্চাদের স্বাভাবিক খাবার দিতে হবে। যেমন, ভাত, খিচুরি বা যেকোনো শক্ত খাবার তাকে খাওয়াতে হবে। আমরা বলি, একটু নরম খাবারের সঙ্গে কাঁচা কলা সিদ্ধ করে দিলে এটি ডায়রিয়া কমাতে সাহায্য করে।