ডায়াবেটিসের কারণে চোখে কি রক্তক্ষরণ হয়
বাংলাদেশে অনেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত। শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও এ রোগের আধিক্য রয়েছে। ডায়াবেটিসের ফলে চোখেও নানারকম সমস্যা দেখা দেয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে কী বোঝায়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডায়াবেটিসজনিত চোখের সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের রেটিনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. নাজমুন নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে আসলে কী বোঝায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাজমুন নাহার বলেন, যদি নামটা আমরা খেয়াল করি, এটা রেটিনোপ্যাথি, মানে রেটিনার একটি অসুখ। তো রেটিনা কী। রেটিনা হচ্ছে চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা চোখের ভেতরের দিকে থাকে। এটা অনেকটা ক্যামেরার মতো। ক্যামেরাতে যেমন আমরা ছবি ধারণ করি এবং এটা নিয়ে পরে দেখি, একইভাবে আমরা যে দেখতে পাই, তার একটা কারণ হচ্ছে, আমাদের চোখের ভেতরে আলো গেলে ওই রেটিনাতে একটা ছবি ধারণ হয়। সেই ছবিটা আলটিমেটলি ব্রেইনে চলে যায় এবং আমরা দেখতে পাই।
ডা. নাজমুন নাহার বলেন, রেটিনা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের দেখার জন্য। ডায়াবেটিসে কী হয়, এই যে রেটিনা, এর যে রক্ত নালি আছে, ডায়াবেটিসের কারণে রেটিনার ছোট ছোট রক্তনালি বন্ধ হয়ে যেতে থাকে। কোনোটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আমরা বলি, একদমই অবস্ট্রাকশন হয়ে যায় এবং এর পরবর্তীতে সেখান থেকে পানি জমা হয় রেটিনাতে। কখনও কখনও ওখান থেকে রক্তক্ষরণ হয়। খারাপ ধরনের রক্তনালি তৈরি হয় এবং রেটিনাকে রক্তক্ষরণ হয়, চোখের ভেতরে রক্তক্ষরণ হয়, চোখের রেটিনা ছিঁড়ে যায় ইত্যাদি। এমন বিভিন্ন কারণে দেখা যায় চোখের দৃষ্টি সাংঘাতিকভাবে হ্যাম্পারড হয় এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে।
কত দিন ডায়াবেটিস থাকলে এই ধরনের জটিলার সম্মুখীন হতে পারে রোগী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাজমুন নাহার বলেন, আমরা বলেছি, ডায়াবেটিস থাকলে কোনও না কোনও সময় চোখে অ্যাফেক্ট হবেই। বিশেষ করে রেটিনোপ্যাথি আমরা দেখে থাকি। এখন এটা আবার অনেকটা নির্ভর করছে ডিউরেশনের ওপর। আমরা জানি যে টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস। যাদের কিনা ইনসুলিন নিতেই হয়, যাদের একটু আরলি এজে হয়, তাদের আমরা বলি টাইপ ১ ডায়াবেটিস। টাইপ ১ ডায়াবেটিক যাঁরা আছেন, তাঁদের পাঁচ বছর শুরু হওয়ার পর থেকে এই রেটিনোপ্যাথি স্টার্ট হয়ে যায়।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।