দীর্ঘদিন হার্নিয়ায় ভুগলে কী কী সমস্যা হতে পারে
অনেকেই হার্নিয়ার সমস্যায় ভুগছেন। হার্নিয়া কী, কেন হয় এবং হার্নিয়ার আধুনিক চিকিৎসাই বা কী। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হার্নিয়া সম্পর্কে বলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
হার্নিয়া কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী বলেন, হার্নিয়া হলো এমন একটা অসুখ, যেটা বডিতেই হয়। কোনও পর্দা, যে কোনও জায়গায়, পেটের পর্দায় যদি দুর্বল অংশ থাকে বা ফুটো থাকে, ওখান দিয়ে যদি ভেতরের কনটেন্টটা বাইরে চলে আসে, কিন্তু চামড়াটা ইনটেক থাকে, সেটাকেই আমরা হার্নিয়া বলে থাকি।
দীর্ঘদিন হার্নিয়ায় ভুগলে কী কী জটিলতা হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী বলেন, হার্নিয়া তো অবশ্যই অপারেশন করা উচিত। যখন কেউ জানে তার হার্নিয়া আছে, তখন অবশ্যই অপারেশন করে ফেলা উচিত। কারণ, এটা কখনও ওষুধের দ্বারা ভালো হওয়া সম্ভব নয়। একটা হলো যে রুটিনভেদে, আচ্ছা ঠিক আছে হার্নিয়া আছে, আমি প্ল্যান-প্রোগ্রাম করে হার্নিয়া রিপেয়ার করে ফেললাম; কিন্তু আরেকটা আছে ইমারজেন্সি সিচুয়েশন। সেটা হলো অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বারবার ব্যথা হচ্ছে অথবা স্ট্র্যাঙ্গুলেশন হওয়ার চান্স আছে। এ ক্ষেত্রে বলে রাখি, যে ফুটো দিয়ে হার্নিয়াটা আসে সেটাকে নেক বলা হয়। সে নেকটা যত ছোট হবে, তার রিস্ক তত বেশি। কারণ, স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যাওয়া।
অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী আরও বলেন, দেখা যাচ্ছে বড় একটা হার্নিয়া খুব ইজিলি আসছে আর যাচ্ছে। তার রিস্ক আসলে কম। আর যে হার্নিয়াটা ছোট, এলে যেতে কষ্ট হচ্ছে, যেতে ব্যথা বেশি হচ্ছে এবং বারবার হচ্ছে, এ হার্নিয়াটার স্ট্র্যাঙ্গুলেশনের চান্স বেশি এবং ইমারজেন্সি সিচুয়েশন তৈরি করার সম্ভাবনা বেশি, সেটা তত তাড়াতাড়ি অপারেশন করে নেওয়া ভালো।
হার্নিয়া কী, এর ধরনগুলো কী কী এবং হার্নিয়ার আধুনিক চিকিৎসাই বা কী, এসবের বিস্তরিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।