বাজারে এলো রেনাটার ম্যাক্সপ্রো মাপস ৪০
রেনাটা লিমিটেড চলতি মাস থেকে ম্যাক্সপ্রো মাপস ৪০ মিগ্রা ট্যাবলেট বাজারজাত করতে যাচ্ছে, যা কিনা বাংলাদেশের প্রথম ও একমাত্র ডুয়াল ভেরিফিকেশন সম্বলিত ওষুধ।
রেনাটা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস্ট্রিক আলসার, বুক জ্বালাপোড়া ও হাইপার অ্যাসিডিটিতে ব্যবহৃত বহুল প্রচলিত ম্যাক্সপ্রো ট্যাবলেট ও ক্যাপসুলের পাশাপাশি ম্যাক্সপ্রো মাপস ২০ মিগ্রা আগে থেকেই বাজারজাত করে আসছে রেনাটা লিমিটেড, যা উদ্ভাবক কোম্পানির একই ব্র্যান্ডের সাথে মানবশরীরে সমতুল্য প্রমাণিত। উদ্ভাবক কোম্পানির সাথে সমতুল্য হওয়া ম্যাক্সপ্রো মাপসের বিশ্বমানকেই নির্দেশ করে।
এরই ধারাবাহিকতায় অধিক কার্যকর এবং আধুনিক প্রযুক্তি সম্বলিত ম্যাক্সপ্রো মাপস ৪০ মিগ্রা ট্যাবলেট রোগীদের বাড়তি সুবিধা প্রদান করবে। প্রতিটি স্ট্রিপে থাকা ইউনিক কোড ২৬৯৬৯ নম্বরে এসএমএসের মাধ্যমে যাচাই করা যাবে ওষুধ প্রস্তুতকারকের নাম, প্রস্তুতকাল ও ওষুধের মেয়াদকাল, যা ম্যাক্সপ্রো মাপসের প্রতি রোগীদের আস্থা নিশ্চিত করবে।
এ ছাড়া বিনামূল্যে প্রতিটি ম্যাক্সপ্রো মাপস ৪০ মিগ্রা ট্যাবলেটের স্ট্রিপে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে প্রয়োজনীয় সব তথ্য।
সর্বোপরি এই ডাইনামিক ও ডুয়াল ভেরিফিকেশন প্রযুক্তি ম্যাক্সপ্রো মাপস ওষুধের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এর অপব্যবহার রোধে সহায়ক হবে।