বারবার ব্রণ, রক্ষার উপায় কী?

Looks like you've blocked notifications!

ব্রণের সমস্যায় কম-বেশি সবাই ভোগে। অনেকের তো একবার ব্রণ ভালো হওয়ার পরও আবার ফিরে আসে। এ সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায় কী?

এ বিষয়ে কথা বলেছেন, ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি ঢাকার পান্থপথে অবস্থিত স্কিন স্কয়ারের চর্মরোগ বিভাগের পরামর্শক। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৬৬তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়। 

প্রশ্ন : ব্রণ বারবার হলে, রক্ষার উপায় কী?

উত্তর : আসলে যেই বয়স বললাম, এই বয়স বাদেও আরেকটি বয়সে ব্রণের প্রবণতা থাকে। ৩৫ বছরের পরে যেকোনো সময়ে হতে পারে। বেশ বড় গোটা। এর অবস্থান থাকে। ত্বকের গভীরে। সহজেই এটি বের হতে চায় না। চাপ দিয়ে যতই চেষ্টা করা হোক, বের হতে চায় না। এটা আরেকটি দল। কম হলেও এটা আমরা পাই।

যাদের বারবার ব্রণ হচ্ছে, অনেক কিছু করেও রেহাই পাচ্ছে না, তাদের চিকিৎসা খুব দরকার। কারণ, এটি এমনি এমনি সারবে না। সাধারণত রোগীরা প্রথমে নিজে নিজে চেষ্টা করে। তারপর কিছু লাভ হয়, আবার হয় না। এর ভেতর দিয়ে সময় চলতে থাকে। পরে দেখা যায় জটিলতা বাড়তে থাকে। এ ক্ষেত্রে আর কোনো বিকল্প নেই। চিকিৎসা দ্রুত দিতে পারলে দ্রুত সেরে যায়। গর্ত হওয়ার প্রবণতা ও গর্তের সংখ্যা অনেক কমে যায়। দাগও কমে যায়।