বিষণ্ণতার ১৩ লক্ষণ

Looks like you've blocked notifications!
পছন্দের কাজের প্রতি অনাগ্রহ বিষণ্ণতার অন্যতম লক্ষণ। ছবি : সংগৃহীত

সবারই মাঝেমধ্যে মনখারাপ হয়। তবে দীর্ঘদিন আশাহত থাকা এবং সেখান থেকে বের হতে না পারা বিষণ্ণতার লক্ষণ। বিষণ্ণতা ব্যক্তির অনুভূতি ও দৈনন্দিন কাজের ওপর ভীষণ বাজে প্রভাব ফেলে।

বিষণ্ণতার কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি। আসুন জানি—

  • মনোযোগে সমস্যা, ভুলে যাওয়া এবং সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া
  • সারাক্ষণ অবসন্নভাব
  • নিজেকে দোষী ভাবা, অসহায় মনে করা
  •  হতাশাগ্রস্ত থাকা ও আশাহীন হওয়া
  • ঘুমের সমস্যা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা বেশি ঘুমানো
  • বিরক্তি
  • সারাক্ষণ অবসন্ন, ক্লান্তবোধ করা
  • পছন্দের কাজ করার প্রতি অনাগ্রহ, যৌনতার প্রতি অনীহা
  • খুব বেশি খাওয়া বা কম খাওয়া
  • চিকিৎসা নেওয়ার পরও হজমে সমস্যা
  • শরীরব্যথা, মাথাব্যথা—যেটা সারছে না
  • দীর্ঘমেয়াদে মনখারাপ, উদ্বিগ্ন থাকা, ‘শূন্য’ মনে হওয়া
  • আত্মহননের চিন্তা বা প্রয়াস  

কখন সতর্ক হবেন?

১৫ শতাংশ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে। বিষণ্ণতা জটিল অবস্থায় চলে গেলে এ ধরনের চিন্তা হয়।

  • কেউ সারাক্ষণ আত্মহত্যার বা মৃত্যুর কথা বলতে থাকলে।
  • বিষণ্ণতা ( ভীষণ মনখারাপ, সবকিছুর প্রতি অনীহা, ঘুম ও খাওয়ার ক্ষেত্রে অসুবিধা) আরো খারাপের দিকে গেলে।
  • ‘আমি না থাকলে ভালো হতো’ বা ‘আমার চলে যাওয়া উচিত’—এ ধরনের কথা বারবার বলা।
  • খুব কাছের বন্ধু বা ভালোবাসার মানুষকে হুট করে দেখতে চাওয়া। কারো ভেতর এসব সমস্যা দেখলে দ্রুত মনোচিকিৎসকের পরামর্শ নিন।