ব্লাড ক্যানসার কী, কাদের হয়ে থাকে
অনেকেই ব্লাড ক্যানসারে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব রক্তের ক্যানসার কী এবং এর উপসর্গগুলোই বা কী কী। সেই সঙ্গে জানব কাদের হয়ে থাকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে রক্তের ক্যানসার ও এর প্রতিকার সম্পর্কে বলেছেন পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, ক্যানসার হলো এক ধরনের টিউমার। টিউমার আমরা কাকে বলি? যখন কোনও উদ্দেশ্য ছাড়া, যখন কিছুতেই বন্ধ করা যায় না, তখন সেটাকে আমরা বলি টিউমার। সেই টিউমারটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হয়। আর ব্লাডে যখন সেটা অ্যাফেক্ট করে, তখন সেটাকে আমরা বলি ব্লাড ক্যানসার।
টিউমার বলতে সাধারণ মানুষ বুঝবে মাংসপিণ্ড বা ম্যাস, এ ক্ষেত্রে রক্তের ম্যাস বলতে তো বুঝবেন না। সঞ্চালকের এ কথার জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, রক্তের মধ্যে তিন ধরনের সেল থাকে। তিন সেলেরই ক্যানসার হতে পারে। তিনটার মধ্যেই অস্বাভাবিক গ্রোথ হতে পারে।
ব্লাড ক্যানসার হওয়ার জন্য কোনও নির্দিষ্ট বয়স আছে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, দুটো এজ গ্রুপ আছে। একটা ইয়াং বা বাচ্চাদের, আরেকটা অ্যাডাল্টদের জন্য। ইয়াং বা বাচ্চাদের সাধারণত যেটা হয়, অ্যাকিউট লিউকেমিয়া বেশি হয়। এল্ডারলি এজে ক্রনিক লিউকেমিয়া বেশি হয়।
কী ধরনের ডায়াগনসিসের মাধ্যমে নিশ্চিত করা যায় একজন ব্যক্তি ক্যানসারে আক্রান্ত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, আমাদের প্রথমেই ব্লাড টেস্ট করতে হবে। সিম্পল ব্লাড টেস্ট। যেটাকে আমরা বলি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। একটা সিবিসি যদি করা হয়, অভিজ্ঞ হেমাটোলজিস্ট যদি দেখেন, ওটা দেখে উনি বলতে পারবেন কী হয়েছে। মোটামুটি একটা আইডিয়ায় চলে যেতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা বোন-ম্যারো টেস্ট করি, আমরা জিন অ্যানালাইসিস করি, ইমিউনোসাইকোকেমিস্ট্রি করি বা অনেক টেস্ট করতে পারি।
ক্যানসারে আক্রান্ত রোগীরা কত দিন বেঁচে থাকতে পারবেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই বলেন, এক সময় বলা হতো ক্যানসার হলে বাঁচা সম্ভব নয়। এখন যুগ পালটে গেছে। এখন আমাদের ট্রিটমেন্ট এমন অ্যাডভান্স স্টেজে চলে এসেছে, বেশির ভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় হয়। বাংলাদেশেই সেটা হচ্ছে।
রক্তের ক্যানসার ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।