রক্তস্বল্পতা কখন বলা হয়?

Looks like you've blocked notifications!

রক্তস্বল্পতায় ভুগছে এমন মানুষ নেহাত কম নয়। সহজভাবে রক্তস্বল্পতা বলতে বোঝায় দেহের রক্ত কমে যাওয়া।  রক্তস্বল্পতার অন্যতম কারণ আয়রনের ঘাটতি। এ ছাড়া থ্যালাসেমিয়াও একটি রক্তস্বল্পতাজনিত রোগ।

রক্ত ঠিক কোন মাত্রায় গেলে একে রক্তস্বল্পতা বলা হয়, এ বিষয়ে কথা বলেছেন ডা. আবদুল আজিজ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬২৮তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : রক্তস্বল্পতা কী?

উত্তর : পুরুষদের ক্ষেত্রে রক্তের মাত্রা ১৩ থেকে ১৬ আর নারীদের ক্ষেত্রে ১২ থেকে ১৫-এর নিচে রক্তের মাত্রা থাকলে একে রক্তস্বল্পতা বলি। এই রক্তস্বল্পতাকে তিন ভাগে ভাগ করা হয়—মৃদু, মধ্যম ও জটিল।

৬ গ্রাম পার ডেসিলিটারের যখন নিচে থাকে, তখন আমরা একে জটিল রক্তস্বল্পতা বলি। ৬ থেকে ৮-কে আমরা মধ্যম ধরনের বলি। ৯ থেকে ১১ হলে আমরা মৃদু রক্তস্বল্পতা বলি।