রমজানে বহুমূত্র রোগীদের প্রস্রাবে জ্বালাপোড়া
সিয়াম সাধনার এ মাসে সারা দিন রোজা রাখতে হয়। দীর্ঘক্ষণ পানি পান না করার কারণে অনেকের প্রস্রাবে জ্বালাপোড়া হয়। এ ছাড়া যাঁরা ক্রনিক বিভিন্ন রোগে আক্রান্ত, তাঁরা বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে রমজানে বহুমূত্র রোগীদের প্রস্রাবে জ্বালাপোড়া সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে রমজানে প্রস্রাবের জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখি যে যাঁরা ডায়াবেটিস রোগী রয়েছেন, এটিকে বহুমূত্র রোগ বলা হয়, তাঁদের অনেক বারই প্রস্রাব করতে যেতে হয়। এই ফার্স্টিং সময়টিতে থাকছে, সে ক্ষেত্রে পানিশূন্যতা হতে পারে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. ফারুক হোসেন মুন্সী বলেন, রমজানের জন্য পানিশূন্যতা হওয়ার সেভাবে সম্ভাবনা নেই। কারণ কী? আপনি তো ভোরে সেহরির সময় পানি পান করছেন। ওই সময় একটু বেশি করে পানি খেয়ে নিতে হবে। ফলে এটি সারা দিন কাভার হয়ে যায়। শেষের দিকে হয়তো যাঁরা ডায়াবেটিসের রোগী, একটু কষ্ট হতে পারে। তো সেটা বিশেষ করে যাঁরা রোদে কাজ করেন, মাঠেঘাটে কাজ করেন, তাঁদের জন্য হয়তো বা হতে পারে। কিন্তু যাঁরা নরমাল পরিবেশে থাকেন, স্বাভাবিক আলো-বাতাসের মধ্যে থাকেন, তাঁদের এটা হওয়ার সম্ভাবনা নেই। যাঁরা পরিশ্রম বেশি করেন, যাঁদের প্রচুর ঘাম হয়, তাঁদের ভোরে বেশি করে পানি খেয়ে নিতে হবে।
প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের (ইউটিআই) সমস্যা যাঁদের হচ্ছে, একেবারে প্রাথমিক পর্যায়ে কীভাবে বুঝতে পারবেন যে তাঁর আসলে এই সমস্যাটি হচ্ছে এবং কখন ডাক্তারের শরণাপন্ন হবেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. ফারুক হোসেন মুন্সী বলেন, আসলে প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, এটা হলে বোঝা যাবে কিছু সাইন-সিম্পটম দেখে। রোগীর ঘন ঘন প্রস্রাব হবে, তার পেইন হতে পারে, জ্বর হতে পারে, তাছাড়া প্রস্রাবের কালার পরিবর্তন হতে পারে। কেউ কেউ বলে যে আমাদের সাদা প্রস্রাব হতে পারে, কেউ লাল প্রস্রাব নিয়ে আসতে পারে, বিভিন্ন অভিযোগ নিয়ে আসে এবং পেটে ব্যথার কথাও নিয়ে আসতে পারে।
অনেকের ক্ষেত্রে আমরা দেখি কোমরের পেছনের দিকে ব্যথা নিয়ে আসে। সেটি কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণের মধ্যে পড়ে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. ফারুক হোসেন মুন্সী বলেন, আসলে আমাদের মূত্রনালির পুরোটাই ইউরিনারি ট্র্যাক্ট। কিডনি থেকে শুরু করে ইউরিনারি ট্র্যাক্টের টিপ পর্যন্ত পুরোটাই অংশ, মানে যে কোনও জায়গাতেই হতে পারে।
রমজানে প্রস্রাবের জ্বালাপোড়া ও পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।