শীতে শ্বাসতন্ত্রে যেসব সমস্যা বাড়ে

Looks like you've blocked notifications!

শীত এলেই রোগব্যাধির প্রকোপ বাড়ে। কাশি, ঠাণ্ডা, শ্বাসকষ্ট ইত্যাদি এ সময়ের প্রচলিত রোগ।

শীতের রোগব্যাধির বিষয়ে কথা বলেছেন ডা. এস এম রাশেদ উল ইসলাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৩০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : শীতে সাধারণত শ্বাসতন্ত্রের কী রোগ হয়?

উত্তর : আমাদের দেশে এরই মধ্যে শীতকাল শুরু হয়ে গেছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি শীতকাল হিসেবে ধরে নিই। এ সময় তাপমাত্রা কমে আসে; কিছু রোগ দেখা দেয়। এর মধ্যে যে রোগগুলো রয়েছে, সেগুলো হলো জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট। এককথায় যদি বলি, বলতে হবে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসতন্ত্রের প্রদাহ।

বিভিন্ন অণুজীব বা মাইক্রোঅর্গানিজম দিয়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে। এর মধ্যে বেশিরভাগ জীবাণু ভাইরাস দিয়ে হয়। একে আমরা আসলে সিজনাল ফ্লু বলে থাকি।

প্রশ্ন : কী জীবাণু দিয়ে হচ্ছে, সেটি বোঝার কি কোনো উপায় রয়েছে?

উত্তর : এই জীবাণুগুলোর মধ্যে রয়েছে ভাইরাস। এ ছাড়া রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস জীবাণু এর জন্য দায়ী। ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে স্ট্রেপটোকক্কাস নিমোনি। এগুলো দিয়ে শ্বাসযন্ত্রের প্রদাহ হতে পারে।