শ্বেতী রোগ যাতে না বাড়ে, করণীয় কী
অনেকে শ্বেতী রোগের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শ্বেতী রোগ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব। সেই সঙ্গে জানব শ্বেতী রোগ যাতে না বাড়ে, সে জন্য করণীয় কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শ্বেতী রোগ ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মাহবুবুর রহমান বলেন, রোগীরা আমাদের কাছে জানতে চায়, শ্বেতী রোগ ভালো হয় কি না। পৃথিবীতে আসলে অনেক রোগ আছে, যেগুলো ভালো হয় না, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। যেমন ডায়াবেটিস, প্রেশার, শ্বাসকষ্ট, বাতের ব্যথা, ক্রনিক কিডনি ডিজজ, ক্রনিক ডিজিজ ইত্যাদি। এমন অসংখ্য রোগ আছে। শ্বেতীর ক্ষেত্রে আমরা যেটা বলি, এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। প্রাথমিক পর্যায়ে যদি কেউ এ রোগের চিকিৎসা শুরু করেন, তাহলে খুব সহজেই এ রোগটাকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ, শ্বেতীর আধুনিক যে চিকিৎসাগুলো রয়েছে, তার প্রায় সব চিকিৎসাই আমাদের দেশে চলে এসেছে এবং অত্যন্ত সফলভাবে আমরা গত প্রায় তিন-চার বছর ধরে শ্বেতী রোগের বিশেষ চিকিৎসাগুলো দিয়ে আসছি। আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, এর ফলাফল অত্যন্ত চমৎকার।
ডা. মাহবুবুর রহমান আরও বলেন, শ্বেতী রোগের চিকিৎসা নেই, এ রকম ম্যাসেজ অনেকের মধ্যে আছে। যে কারণে রোগীরা চিকিৎসকের কাছে না গিয়ে অথবা অল্প সময় চিকিৎসা করে অবৈজ্ঞানিক চিকিৎসা শুরু করে। এতে করে রোগী ক্ষতিগ্রস্ত হয়, রোগীর পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং রোগটা অনেক বেশি বেড়ে যায়। সে জন্য আমার ম্যাসেজ থাকবে, শ্বেতী রোগ যখনই সন্দেহ হবে, সাথে সাথে প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসকের কাছে যান, আধুনিক চিকিৎসার মাধ্যমে খুব সহজে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে এবং গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাসেজ হলো, আমরা সব সময় রোগীদের ফার্স্ট ভিজিটে বলার চেষ্টা করি, এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। কারণ, এটা একটি অটোইমিউন ডিজিজ। আমরা জানি, এটা অনেকটা ডায়াবেটিসের মতো রোগ। সে ক্ষেত্রে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা আমরা রোগীকে দিই। রোগীকে আমরা রোগটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করি এবং কী কী চিকিৎসা হবে সেটাও আমরা বলি।
শ্বেতী রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।