শ্বেতী রোগ শুরুর আগে কী কী উপসর্গ দেখা যায়
অনেকে শ্বেতী রোগের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শ্বেতী রোগ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব। সেই সঙ্গে জানব শ্বেতী রোগের লক্ষণ কী কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শ্বেতী রোগ ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
শ্বেতী রোগ শুরু হওয়ার আগে কী কী উপসর্গ দেখা যায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবুর রহমান বলেন, সাধারণত যে কোনও বয়সে শ্বেতী রোগ হতে পারে। আমাদের কাছে যখন রোগীরা আসেন, সাধারণত অল্প বয়সের ছেলেমেয়ে, বিশেষ করে মেয়ে। আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থায় একজন তরুণ মেয়ে, তার যদি বিয়ের বয়স হয়, বাবা-মা খুব চিন্তিত হয়। গ্রামাঞ্চলে এ জিনিসটা আরও বেশি। কুসংস্কার রয়েছে, বিয়ে হলে তার পারিপার্শ্বিক অনেক সমস্যায় ভুগতে হবে। মেয়েদের পরিবার খুব বেশি শঙ্কিত থাকে। যদিও রোগটা ছেলেমেয়ে উভয়ের হয়।
ডা. মাহবুবুর রহমান আরও বলেন, আমাদের কাছে মেয়েরাই বেশি আসেন, তাঁদের মা-বাবা নিয়ে আসেন। তাঁরা এসে অভিযোগ যেটা করেন, ত্বকের নির্দিষ্ট একটি জায়গায় সাদা হয়ে গেছে। তাঁদের মুখে হতে পারে, তাঁদের হাতে-পায়ে হতে পারে, অনেকের ঠোঁটে হয়, শরীরের বিভিন্ন অংশে অনেকের হয়। শ্বেতী রোগটা এখনও আমাদের সমাজে কেউ সহজে গ্রহণ করতে পারে না এবং শ্বেতী সম্পর্কে ভুল ধারণা আছে।
ডা. মাহবুবুর রহমান যুক্ত করেন, শ্বেতীকে মনে করা হয় একটি অভিশাপ, আসলে এটা আদৌ কিছুই না। শ্বেতীকে মনে করা হয় খুব ছোঁয়াচে একটি রোগ, আসলে শ্বেতী ছোঁয়াচে রোগ নয়। আমাদের আশপাশে যাঁরা আছেন, তাঁদের এ জিনিসগুলো অবশ্যই জানা উচিত। একজন রোগীর যখন শ্বেতী হয়, মানসিক কষ্টে থাকে, তাঁর পরিবার কষ্টে থাকে। তাঁর কাছের মানুষজন দূরে ঠেলে দেয়। ভয় পায়, এটা ছোঁয়াচে কি না।
শ্বেতী রোগ ও এর ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।