সোরিয়াসিস কেন হয়, কাদের বেশি হয়
সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। কনুইয়ে, হাঁটুতে, মাথার পেছনে চামড়া মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে সোরিয়াসিস সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগে সহকারী অধ্যাপক ডা. মেহরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সোরিয়াসিস কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মেহরান হোসেন বলেন, সোরিয়াসিস শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। অনেক ধরনের চর্মরোগকে অনেকে সোরিয়াসিস ভেবে থাকে। কারও দাদ হলো, কারও একজিমা হলো বা কারও ল্যাকেন প্লেনাস হলো—এগুলোকে অনেকে সোরিয়াসিস মনে করে। কারণ, সোরিয়াসিস নিয়ে অনেক কুসংস্কার আছে, অনেক ধরনের আতঙ্ক আছে। সোরিয়াসিস আসলে একটি আদি চর্মরোগ, যেটি প্রাচীনকাল থেকে আবিষ্কৃত একটি রোগ। এটি ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত চর্মরোগ। এটা রিকারেন্ট হয়। মানে বারবার হয়। অথবা বারবার হতে পারে। রিকারেন্ট ক্রনিক, মানে অনেক দিন ধরে থাকে। ইনফ্ল্যামেটরি, কিছু প্রদাহ থাকবে; যেটা আমরা চিনব, সেখান থেকে মাছের আঁশের মতো সাদাটে, গ্রে কালার অথবা ধূসর রঙের চামড়া উঠবে এবং চামড়া উঠলে দেখা যাবে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা—রক্ত পড়ছে তা নয়, লাল লাল ফোঁটা—যেটা দেখে আমরা ক্লিনিক্যালি কনফার্ম হতে পারি, এটা সোরিয়াসিস।
সোরিয়াসিস কাদের বেশি হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মেহরান হোসেন বলেন, সোরিয়াসিস ছেলেমেয়ে উভয়েরই হতে পারে। সাধারণত ২৩-২৪ বা ২৫ বছর বয়স থেকে শুরু করে ৪০-৪৫ বছর বয়স পর্যন্ত সোরিয়াসিস বেশি হতে দেখা যায়। তার মানে এই নয় যে পঁচিশের নিচে সোরিয়াসিস হবে না বা পঁয়তাল্লিশের পরে হবে না।
সোরিয়াসিসের উপসর্গ প্রসঙ্গে ডা. মেহরান হোসেন বলেন, প্রাথমিকভাবে শুধু চামড়ার উপসর্গগুলোই থাকে। তবে অনেক দিন ধরে যদি ট্রিটমেন্ট না হয়, তখন অন্যান্য উপসর্গ থাকে। তখন হাড়ের সমস্যা হতে পারে, জয়েন্টে সমস্যা হতে পারে, সোরিয়াসিস আর্থ্রাইটিস হতে পারে। প্রাথমিকভাবে দেখা যায় যে শুধু চামড়া ওঠে, সেটি সাদাটে বা ধূসর রঙের। অনেক সময় ব্লিডিং পয়েন্ট দেখা যায়।
সোরিয়াসিস কী, সোরিয়াসিস কেন হয়, এ থেকে মুক্তিতে আধুনিক চিকিৎসাই বা কী, এসবের বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।