হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন

Looks like you've blocked notifications!

হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন—মাথায় রক্ত সরবরাহ কমে যাওয়া, শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া অথবা হঠাৎ করে ভয় পেলে।

এনটিভির স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডা. জেড তারেক। তিনি বলেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া রোগীর ব্যাপারে যেটা করণীয়, সেটা হচ্ছে, তৎক্ষণাৎ তাঁকে একটি পরিষ্কার জায়গায় শুইয়ে দিতে হবে। এরপর প্রথমেই তাঁর পা দুটো উঁচু করে দিতে হবে। পায়ের নিচে একটা সাপোর্ট দিয়ে পা দুটো উঁচু করে দিতে হবে। এরপর দেখতে হবে রোগী শ্বাস নিচ্ছে কি না, রোগীর হার্টবিট চলছে কি না। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে। রোগীর কাঁধ ঝাঁকিয়ে তাঁকে জিজ্ঞেস করতে হবে, আপনি ঠিক আছেন কি না। এরপর রোগীর টাইট কাপড়চোপড় যদি ঢিলে করে দেওয়া যায় এবং এ ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, রোগীর অজ্ঞান হওয়ার কারণ অনুসন্ধান করি ও সে অনুযায়ী চিকিৎসা দিই।

ডা. জেড তারেকের পরামর্শ, রোগীর আশপাশে উপস্থিত যাঁরা থাকবেন, তাঁদের যেটা করণীয়, সেটা হচ্ছে ওই মুহূর্তে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। আর যদি জানা থাকে রোগী ডায়াবেটিক, সে ক্ষেত্রে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মুখে চিনির শরবত অথবা আগেই যদি ব্যবস্থা নেওয়া যায়, রোগীর শিরায় গ্লুকোজ স্যালাইন দিতে হবে।