কৈশোরকালীন ঋতুস্রাবের সমস্যায় চিকিৎসা কী

Looks like you've blocked notifications!

কৈশোরকালীন ঋতুস্রাবের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তপাত বেশি হয় বা অনেক দিন রক্তপাত বন্ধ থাকে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬১৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আফরোজা খানম। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : এ ক্ষেত্রে পরে কী কী ধরনের সমস্যা রোগী বোধ করে থাকে?

উত্তর : সবচেয়ে প্রথমে যেটা হয়, মেয়েটি দুর্বল হয়ে যায়। রক্ত বেশি যেতে থাকে। আমি এমনও পেয়েছি যে তার হিমোগ্লোবিন কম থাকে, তাকে হয়তো রক্ত দেওয়া লাগে। কাজেই এ বিষয়ে খুবই সাবধান হতে হবে। চিকিৎসকের কাছে যাওয়া লাগবে, সে যেভাবে ওষুধ দেবে, সেভাবে খাওয়া লাগবে। ইচ্ছেমতো খেলে চলবে না। অনেক সময় তিন সাইকেল হরমোনাল চিকিৎসা লেগে যায়। 

প্রশ্ন : এ ধরনের সমস্যায় কি কেবল ওষুধপত্র যথেষ্ট, নাকি আর কোনো ধরনের ওষুধ আপনারা দিয়ে থাকেন?

উত্তর : একটি উপদেশ দিই। এটি আসলে হতেই পারে, কারণ এটা খুবই প্রচলিত সমস্যা। বাড়তি ভাবনার কিছু নেই। ঋতুস্রাব কমানোটাই প্রথম চেষ্টা। সেটাতে যখন অকার্যকর হয়, তখন আমরা হরমোনাল চিকিৎসায় যাই। তবে কারণগুলো খুঁজতে হয়।