শিশুর কান পাকা রোগ কেন হয়?

Looks like you've blocked notifications!

শিশুদের কান পাকা রোগ বড়দের তুলনায় বেশি হয়। কিন্তু কেন এটি হয়? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। বর্তমানে তিনি হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের নাক কান গলা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুরা কান পাকা রোগে কেন বেশি আক্রান্ত হয়?

উত্তর : শিশুরা খাবার খাওয়ার ক্ষেত্রে স্বনির্ভর নয়। খাওয়ার ক্ষেত্রে তারা বাবা-মা বা অন্যদের ওপর নির্ভরশীল। তাদের খাওয়ানোর পদ্ধতিতে যদি ভুল হয়, তাহলে সমস্যা হতে পারে। এদের যদি শ্বাসতন্ত্রের প্রদাহ বারবার করে হয় এবং এটি যদি একেবারেই চিকিৎসা করা না হয়, তাহলে ওই যে ইউসটেশিয়ান টিউব, যার মাধ্যমে মধ্যকর্ণের সঙ্গে বাইরের একটি ভারসাম্য রক্ষা করা হয় বাতাসের, সেটা যখন ঠিকমতো কাজ করবে না, তখন প্রথম দিকে বারবার করে ব্লক হয়ে কানের পর্দার পেছনে পানি জমবে। এই পানি জমাটা কোনো সংক্রমণ বা প্রদাহজনিত নয়। তবে এটি থেকে গেলে ব্যাকটেরিয়ার প্রদাহের কারণে সংক্রমণ হবে। একসময় দেখা যাবে কানের পর্দাকে ফুটো করে ফেলছে, প্রথম দিকে দেখা যাবে বাচ্চারা বলছে, তার তীব্র কান ব্যথা করে, বিশেষ করে রাতের বেলায়। মা-বাবা তো খুবই চিন্তিত হয়ে যাবে যে কেন বাচ্চাটি এত কান্না করছে, ব্যথা পাচ্ছে। তখন চিকিৎসকের কাছে নিয়ে এলে দেখা যাবে, হয়তো তার কানের পর্দা লাল হয়ে গেছে। একসময় পর্দা ফুটো হয়ে হয়তো কিছু পানি আসবে বা পুঁজ আসবে। এটিও কিন্তু চিকিৎসা করলে একসময় ভালো হয়ে যাচ্ছে। তবে পেছনের কারণগুলো যদি প্রতিরোধ করা না যায় বা প্রতিকার করা না হয়, একসময় সেটি দীর্ঘমেয়াদির দিকে হয়ে যাবে। কানের পর্দা যখন ফুটো হয়ে যাবে, সেটি আর ভালো হতে চাইবে না।