উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে যা হয়

Looks like you've blocked notifications!

উচ্চ রক্তচাপ থেকে বিভিন্ন শারীরিক সমস্যা হয়। তাই এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৫০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আবুল বাশার। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে কী ধরনের সমস্যা হতে পারে?

উত্তর : এটা যদি আমরা শরীরের ওপর থেকে ধরি, স্ট্রোক হতে পারে। অনেক সময় চোখের রেটিনা যুক্ত হয়। হাইপারটেনসিভ র‍্যাটিনোপ্যাথি হতে পারে। অনেক সময় হার্ট বড় হয়ে যায়। হার্ট ফেইলিউর হয়, ইসকেমিক হার্ট ডিজিজ হয়। হার্টের নিজের জন্যও কিন্তু রক্তের প্রয়োজন। হার্টের নিজের জন্য যদি রক্তের স্বল্পতা হয়, তাহলে এক ধরনের রোগ হয়। তাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ। সেখানে একটি বিরাট অংশ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়। এরপর কিডনির রোগ হয়, রেনাল ফেইলিউর হয়। সাধারণত পাঁচটি অংশ বেশি আক্রান্ত হয়। মস্তিস্ক, চোখ, হার্ট, কিডনি ও আমাদের পেরিফেরিতে যে শিরা উপশিরা রয়েছে, সেগুলো অনেক সময় আক্রান্ত হয়।