ঋতুভেদে সিওপিডি রোগের তারতম্য আছে কি?

Looks like you've blocked notifications!

সিওপিডির নিরাময়যোগ্য কোনো চিকিৎসা নেই। সিওপিডি হলে তীব্র শ্বাসকষ্ট হয়। কফ বা জ্বর থাকে। তবে বর্তমানে কিছু আধুনিক চিকিৎসা রয়েছে যেগুলো নিয়ে রোগীকে কিছুটা প্রশান্তি দেওয়া যায়।   সিওপিডির প্রধান কারণ ধূমপান। এর বাইরেও পরিবেশগত ও জিনগত কিছু কারণ রয়েছে। তবে ঋতুভেদে কি এই রোগের কোনো তারতম্য হয়?

এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৫২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে তিনি এম এইচ শমরিতা মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ঋতুভেদে কি রোগের কোনো তারতম্য হতে পারে?

উত্তর : ঋতুভেদে সিওপিডির কোনো সম্পর্ক নেই। সিওপিডির সম্পর্ক প্রধানত ধূমপানের সঙ্গে। তবে শীতকালে সিওপিডির রোগীর সমস্যা বেড়ে যায়। শীতকাল সিওপিডি রোগীর খারাপ দিকে যাওয়ার একটি সময়। চিকিৎসক যেভাবে চলতে বলে সেভাবে চলতে হবে। ধূমপানের পরিণতি সিওপিডি বা ফুসফুসের ক্যানসার।