শিশুদের কান বেশি পাকে

Looks like you've blocked notifications!

কান পাকার সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দিলেও এই সমস্যা শিশুদের বেলায় বেশি হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৬৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. জাহীর আল আমীন। বর্তমানে তিনি বারডেম ও ইম্পাল্স হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুদের বেলায় কান পাকা রোগ বেশি হয়। এর কারণ কী?

উত্তর : এমন কোনো বাচ্চা নেই, যার কান একবার পাকেনি। অনেক সময় দেখা যায়, ঠান্ডা লেগে বাচ্চার কান পেকেছে। বাচ্চা হয়তো সারা রাত ঘুমাচ্ছে না। এমন হলে মা-বাবাকে পরামর্শ দেব, বাচ্চাকে এক বা দুই চা চামচ প্যারাসিটামল সিরাপ খাইয়ে দিতে। তবে এটা এমনি এমনি ভালো হয়ে যাবে। শুধু মা-বাবাকে বাচ্চার কানকে কয়েক দিন শুকনো রাখতে হবে। সর্দিজনিত সমস্যা যেন তাড়াতাড়ি চিকিৎসা করা যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।