রিউমেটিক ফিভারের কারণে হার্টে সমস্যা, কীভাবে বুঝবেন

Looks like you've blocked notifications!

রিউমেটিক ফিভাবের কারণে শিশুর অনেক সময় হার্টে সমস্যা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম। 

প্রশ্ন : একটি শিশু রিউমেটিক ফিভারে আক্রান্ত হয় কেন? আক্রান্ত হলে প্রাথমিক অবস্থায় যদি সেটা ব্যবস্থাপনা করা যায়, তাহলেও কি হৃদরোগ হয়? কোন পর্যায়ে গেলে হৃদরোগ হয়?

উত্তর : আসলে রিউমেটিক ফিভার যে হয় সেটি আসলে ব্যাকটেরিয়ার সংক্রমণ। সেই ব্যাকটেরিয়া থেকে যে বিষাক্ত পদার্থ বের হয়, সেটার সঙ্গে হার্টের ভাল্ভের মিল থাকার কারণে খুব ধীরে ধীরে হার্টের ভাল্ভগুলো নষ্ট হতে থাকে। 

যদি কারো গলা ব্যথা হয়, সেখান থেকে যে ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, সেই জীবাণু থেকেই এটি ছড়ায়। 

প্রশ্ন : শিশুর হয়তো রিউমেটিক ফিভার আছে। তবে তার হৃদরোগ হলো কি না, কোনো লক্ষণ দেখে কি এটি বোঝার উপায় আছে?

উত্তর : যেমন শিশু শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। দ্রুত শ্বাস নিতে পারে। প্যালপিটিশন নিয়ে আসতে পারে। এসব লক্ষণ যখন থাকবে, তখন চিকিৎসকের কাছে গেলে আমরা কিছু পরীক্ষা করি। এর মধ্যে হার্টের ভাল্ভে কোনো সমস্যা আছে কি না, সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো—ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম করলে মোটামুটি নিশ্চিত হওয়া যায়, তার হার্টে কোনো সমস্যা আছে কি না।