কোন রোগে বেশি ঘাম হয়?

Looks like you've blocked notifications!

ঘাম হওয়া স্বাভাবিক হলেও অনেক সময় বিভিন্ন রোগের কারণে অতিরিক্ত ঘাম হয়। কী কী রোগে ঘাম বেশি হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১২তম পর্বে এ বিষয়ে কথা বলছেন ডা. শার্মিনা হক। বর্তমানে তিনি ভিএলসিসি হেলথ কেয়ার কসমেটিক ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত। 

প্রশ্ন : অনেক সময় বিভিন্ন রোগের কারণে ঘাম হয়। কোন রোগের বেলায় ঘাম বেশি হয়?

উত্তর : যাদের ডায়াবেটিস আছে, হাইপার থাইরয়েডিজমের সমস্যা আছে, সেখানে ঘাম হতে পারে। এ ছাড়া অতিরিক্ত ওজনের সমস্যা যাদের আছে, তাদের ঘাম বেশি হতে পারে। এসব কারণে আমরা অতিরিক্ত ঘাম হলে কারণগুলো বের করতে বলি। অতিরিক্ত ঘামের চিকিৎসা করতে হবে।

প্রশ্ন : কারো কারো ক্ষেত্রে দেখা যায়, পোশাক হয়তো ভিজে যাচ্ছে না, তবে তার হাত ঘামে ভিজে যায়, লিখতে সমস্যা হয়। এর কারণ কী?
 

উত্তর : অনেক সময় যদি শরীরে পানি কম হয়, আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে, আপনি পানি খাচ্ছেন না; তখন অনেক সময় এটি হতে পারে। অনেক সময় দুশ্চিন্তার কারণেও ঘাম বেশি হয়। 

প্রশ্ন : অতিরিক্ত ঘাম হলে করণীয় কী? আপনারা কীভাবে নির্ণয় করেন এটি কোন কারণে হচ্ছে?

উত্তর : আমরা প্যাথলজিক্যাল কারণকেই আগে বের করে নিই। যদি ডায়াবেটিসের কারণে হয়, তাহলে ডায়াবেটিসের চিকিৎসার সঙ্গে সঙ্গে আমরা বলি ঘামের চিকিৎসা করতে। থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েডের ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা বলি ঘামের চিকিৎসা করতে। তবে যদি জেনেটিক বা নন-প্যাথলজিক্যাল কারণে হয়, তখন কেবল ঘামের চিকিৎসা নিতে হবে।