পিত্তথলির পাথর কেন হয়?

Looks like you've blocked notifications!

পিত্তথলির পাথর একটি জটিল অবস্থা। সময়মতো চিকিৎসা না নিলে এটি বিভিন্ন সমস্যা তৈরি করে। তাই সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পিত্তথলির পাথর কী?

উত্তর : পিত্তথলির মধ্যে পাথর হয়। আসলে এটি দেখতে পাথরের মতো, তবে এমনিতেই যে পাথর বোঝায়, সে রকম পাথর নয়। শরীরের উপাদান দিয়েই এ পাথর তৈরি হয়।

প্রশ্ন : পিত্তথলির পাথরের কারণ কী?

উত্তর : এর কিছু কারণ থাকে। শরীরের কিছু অংশ আছে, একে আমরা কোলেস্টেরল বলি। স্বাভাবিক মানুষ যেটা বোঝে চর্বি। এই চর্বি আর পিত্ত লবণ—এ দুটোর একটি সামঞ্জস্য থাকে শরীরের মধ্যে। কোনো কারণে যদি এই সামঞ্জস্যের তারতম্য ঘটে যায়, একটা কমে যায় অথবা আরেকটি বেড়ে যায়, তখন দেখা যায় এই কোলেস্টেরল পাথর হিসেবে জমা পড়ে।