সোশ্যাল ফোবিয়ার জটিলতা কী?

Looks like you've blocked notifications!

সোশ্যাল ফোবিয়া বা সামাজিক পরিস্থিতিতে ভীতি হলে একজন মানুষের দৈনন্দিন পারফরম্যান্স বেশ খারাপ হয়ে যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন কামরুজ্জামান মজুমদার। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : সোশ্যাল ফোবিয়ার কারণে কী কী ধরনের ক্ষতিকর বিষয় ঘটে?

উত্তর : সবচেয়ে ভয়ংকর হলো তার পারফরম্যান্স কমে যায়। আমার তো জীবনের একটি লক্ষ্য আছে। আমি কী চাই, কেমন চাই? আমি ধরেন একজন চিকিৎসক। আমি সোশ্যাল ফোবিয়ার কারণে কারো সঙ্গে মিশতে পারি না। সে যদি মিশতেই না পারে, তাহলে চেম্বার খুলে বসে থাকলে কে আসবে তার কাছে! ওই বিষয়গুলোতে সে দক্ষতা অনুযায়ী পারফরম্যান্স করতে পারে না। তার হতাশা তৈরি হয়। আমি কিছু পারছি না। আমার কেন এ রকম হবে। সবচেয়ে দুঃখজনক হলো, আমাদের জীবনে এমনিতেই কষ্টের শেষ নেই। জীবনে আনন্দও আছে। যখন আমরা আনন্দের পরিবেশে যাই, আনন্দ জমতে থাকে। এরা যেহেতু এই পরিবেশে যায় না বা এড়িয়ে চলে, তাদের কষ্টের সঙ্গে আনন্দ যোগ হয় না। তারা হতাশ হয়ে পড়ে। ভেতরে ভেতরে খুবই কষ্টে থাকে। সবচেয়ে বড় কথা হলো, তার তো ইচ্ছা করে ওগুলোতে যেতে।