হঠাৎ কিডনি বিকল ও দীর্ঘ মেয়াদে কিডনি বিকল কী?

Looks like you've blocked notifications!

কিডনির একটি জটিল সমস্যা হলো বিকল হয়ে যাওয়া। কিডনি বিকল বা কিডনি ফেইলিউর দুই ধরনের হয়। একটি হঠাৎ কিডনি বিকল, আরেকটি দীর্ঘ মেয়াদে কিডনি বিকল। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭৪৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. জাহাঙ্গীর কবীর।

প্রশ্ন : একিউট কিডনি ফেইলিউর বা হঠাৎ কিডনি বিকল আর ক্রনিক কিডনি ফেইলিউর বা দীর্ঘ মেয়াদে কিডনি বিকল কী?

উত্তর : কিডনির একটি বিশেষ দায়িত্ব আছে। শরীরের ফ্লুইডের ব্যবস্থাপনা করা, প্রেশারের ব্যবস্থাপনা করা। এসিড বেজ ব্যালান্স ব্যবস্থাপনা করা এবং রক্ত তৈরি করা। সব কাজ কিন্তু কিডনি করে থাকে। এই কিডনি যেকোনো সময় বিকল হতে পারে। কিডনি খারাপ হতে পারে। কিডনির কাজটা ব্যাহত হতে পারে। দেখা যায়, হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেল। একে আমরা বলি আকস্মিক কিডনি বিকল। অথবা এমন দেখা গেছে সে জানেও না তার কিডনিটা ধীরগতিতে আস্তে আস্তে বিকল হচ্ছে।

আবার যখন সে অভিযোগ করতে শুরু করে, তখন আমরা ধরে নিই, কিডনি নষ্ট হয়ে যায়।