কিডনির পাথর কী?

Looks like you've blocked notifications!

কিডনিতে পাথর একটি প্রচলিত সমস্যা। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৫১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মোহাম্মদ ফারুক হোসেন শেখ। বর্তমানে তিনি বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

প্রশ্ন : কিডনির পাথর বিষয়টি কী?

উত্তর : কিডনি থেকে যে প্রস্রাব তৈরি হয়, সেই প্রস্রাবের সঙ্গে আসলে অনেক ছোট ছোট ক্রিস্টাল বেরিয়ে যায়। কোনো কারণে ক্রিস্টালগুলো জমে যদি কিডনির ভেতর বা কিডনির নালির ভেতর অথবা প্রস্রাবের থলিতে এসে জমা হয়, পাথর আকার ধারণ করে, তখন একে আমরা রেনাল স্টোন বলি।

কিডনির পাথর হলে অনেক ক্ষেত্রে দেখা যায় এটি কোনো উপসর্গ তৈরি করে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীর তীব্র ব্যথা হয়। পেটে তীব্র ব্যথা হয়। তলপেটে বা নিচের পেটে তীব্র ব্যথা হয়। সঙ্গে রোগীর জ্বর থাকে, বমি হয়- এ ধরনের উপসর্গগুলো হয়। এসব নিয়ে সাধারণত রোগীরা চিকিৎসকের কাছে আসেন।