পিত্তথলির পাথরের কোন চিকিৎসা ভালো?

Looks like you've blocked notifications!

পিত্তথলির পাথরের চিকিৎসা ওপেন অথবা ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়। এর চিকিৎসায় কোন সার্জারি ভালো? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৯৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সরদার এম নাঈম। বর্তমানে তিনি জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। 

প্রশ্ন : পিত্তথলির পাথরের চিকিৎসার জন্য কোন সার্জারি ভালো? 

উত্তর : ল্যাপারোস্কোপিক সার্জারি আসার পর আর ওপেন সার্জারি করার প্রশ্নই ওঠে না, আমরা মনে করি। এর কারণ, ল্যাপারেক্টোমি হলো ওপেন করা আর ল্যাপারোস্কোপ মানে হলো ক্যামেরা দিয়ে দেখা। স্কোপ কথার অর্থ হলো কিছু একটা দেখা। মূলত দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। একই চিকিৎসা। তবে একটির জন্য পেট বড় করে কাটতে হয়, আরেকটির জন্য কেবল তিনটি বা চারটি পাংচার আমরা করে দিই। এতে রোগী একদিনই বাড়ি চলে যায়। সুতরাং একদিনে বাড়ি চলে যাওয়া, ব্যথা না হওয়া, অ্যান্টিবায়োটিকের পরিমাণ কমে যাওয়া, সংক্রমণের আশঙ্কা কমে যাওয়া—এগুলো অনেক ভালো। আর পেটেও বড় দাগ হয় না। সবার জন্যই এটি ভালো ব্যাপার।