শিশুদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেন হয়?

Looks like you've blocked notifications!

ভুল খাদ্যাভ্যাস, সঠিকভাবে টয়লেট ট্রেনিং না হওয়া ইত্যাদি বিভিন্ন কারণে শিশুদের কোষ্ঠকাঠিন্য হয়। শিশুদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সচেতনতা জরুরি।

শিশুদের কোষ্ঠকাঠিন্যের কারণ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৭তম পর্বে কথা বলেছেন ডা. বিলকিস ফাতেমা। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কলোরেক্টাল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায়। কেন ?

উত্তর : শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি হওয়ার একটি কারণ হিসেবে বলা যায়, বাচ্চারা হয়তো তরল খাবার কম খায়। আরেকটি সমস্যা হলো এখনকার বাচ্চাদের ডায়াপার পরানো হয়, টয়লেটে বসানোর অভ্যাস করানো হয় না। এ কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে।  

প্রশ্ন : টয়লেট ট্রেনিং কখন থেকে দেওয়া উচিত?

উত্তর : বাচ্চা যখন হাঁটতে শিখবে, তখন থেকে তাদের টয়লেট ট্রেনিং দিতে হবে। পায়খানা করার অভ্যাস করাতে হবে। এখন তো বাচ্চাদের জন্য আলাদা প্যান কেনা হয়। ভালো হয় যদি ফ্যামিলি প্যানেই বাচ্চাকে অভ্যাস করানো যায়। পায়খানার অনভ্যস্ততা থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।