শ্বাসকষ্ট কি কেবল হাঁপানির জন্য হয়?

Looks like you've blocked notifications!

অনেকেই ভাবেন, শ্বাসকষ্ট কেবল হাঁপানির জন্য হয়। বিষয়টি কি সঠিক? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৯তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে বক্ষব্যাধি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শ্বাসকষ্ট তো অনেক কারণেই হয়। এটি যে হাঁপানির কারণে হচ্ছে সেটি বোঝার উপায় কী?

উত্তর : সব শ্বাসকষ্টই হাঁপানি নয়। হাঁপানি একটি বিশেষ শ্বাসকষ্ট। সিওপিডি আরেক ধরনের শ্বাসকষ্ট। সিওপিডিতে ফুসফুসের একটি বড় অংশ নষ্ট হয়ে গেলে তার জন্য শ্বাসকষ্ট হয়। এখন শ্বাসকষ্টটি হাঁপানি নাকি সিওপিডি বুঝবেন কী করে? সিওপিডির একটি ধূমপানের ইতিহাস থাকবে। হাঁপানিতে ধূমপানের ইতিহাস থাকবে না। হাঁপানিতে একটি বংশধারার ইতিহাস থাকবে। সিওপিডিতে সেটি থাকবে না। হাঁপানিতে সালবিউটামল ইনহেলার নিল বা অ্যাজমাসল নিল রোগী কিন্তু ভালো থাকবে। তবে ইনহেলার নিলে কিন্তু সিওপিডি রোগী ভালো হচ্ছে না। হাঁপানি একটি ইন্টারভেলে হয়। তবে সিওপিডি রোগীর সব সময় শ্বাসকষ্ট থাকে। হাঁপানিতে ফুসফুস ধ্বংস হয়। তবে সিওপিডিতে প্যারেন কাইনা ডিসট্রাকশন হয়। বইয়ে লেখা রয়েছে, সিওপিডি হলো হেঁটে হেঁটে কবরের দিকে যাওয়া।