ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কী?

Looks like you've blocked notifications!

গর্ভাবস্থা স্বাভাবিক একটি বিষয়। গর্ভাবস্থায় অনেক সময় ঝুঁকিপূর্ণ কিছু বিষয় ঘটে। এসব বিষয় মা ও শিশু উভয়ের জন্য ক্ষতির কারণ হয়।

ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২০তম পর্বে কথা বলেছেন ডা. নাহিদ সুলতানা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা কী বুঝি?

উত্তর : গর্ভাবস্থা তো একেবারেই স্বাভাবিক একটি বিষয়। স্বাভাবিকভাবেই একটি মেয়ে গর্ভধারণ করছে। তবে এর মধ্যে আমরা না চাইলেও কিছু কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়ে যায়। কোনো জটিল অবস্থা যদি গর্ভাবস্থায় থাকে, সে অবস্থার জন্য যে শিশুটি আসবে তার ওপর যদি কোনো খারাপ প্রভাব পড়ে (যেমন—বাচ্চাটা মারা যেতে পারে অথবা মৃত বাচ্চা জন্ম দিতে পারে অথবা যে শিশুটি আসবে, তার যেকোনো ধরনের অসুবিধা হতে পারে) সেটিই হলো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। তাহলে মায়ের কোনো একটি সমস্যা হলো, সেটার জন্য খারাপ প্রভাব হলো বাচ্চার জন্মতে, সেটিই হলো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা।